শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ


পোশাক

১ম থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত
১। সাদা ওপেন কলার ব্লাউজ (শার্ট নয়)।
২। সামনে ৩ টি ও পিছনে ৩ টি বড় বক্সপ্লিট দিয়ে আকাশি নীল টিউনিক। বক্সপ্লিট অবশ্যই বগল বরাবর হবে।
৩। কোমরে টিউনিকের কাপড়ের মোটা বেল্ট।
৪। বেল্ট এর সাথে সাদা রুমাল ভাজ করা অবস্থায় থাকতে হবে।
৫। ডিজাইন ছাড়া লাল রং এর সামনে বোতাম সহ কার্ডিগান।
৬। সাদা রং এর তিন কোনা সুতির স্কার্ফ। (যারা হিজাব পরে)
৭। স্কুল থেকে প্রদত্ত কাপড়ের ব্যাজ -
টিউনিকের ওপরে বুকের বাম পাশে লাগাতে হবে। (প্রভাতি)
ব্লাউজ এর হাতে বাম পাশে লাগাতে হবে। (দিবা)

৫ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত
১। স্কুল ড্রেসের কামিজ আকাশি নীল প্রত্যেক ছাত্রীর নিজ নিজ হাঁটু পর্যন্ত হতে হবে।
২। ড্রেসের হাতের মাপ ৮” (আট ইঞ্চি) হবে অথবা পুরো হাত।
৩। কোমরে কামিজের রঙের বেল্ট থাকবে, কামিজের দুই পাশের ফাড়া সাদা সালোয়ার কুচির নিচে থাকতে হবে।
৪। কামিজের কাঁধে ও কোমরে একই কাপড়ের লুপ থাকবে।
৫। প্রত্যেক ছাত্রীর সাদা ওড়না কোমরে বেল্টে লাগানো থাকবে এবং বেল্টের বাঁদিকে সাদা রুমাল ভাজ করা অবস্থায় থাকবে।
৬। কামিজের গলা পছনে সমান। সামনে ৫"-এর থেকে বড় হবেনা গোল।
৭। সাদা ঢিলা পাজামা।
৮। সাদা রং এর তিন কোনা সুতির স্কার্ফ। (যারা হিজাব পরে)
৯। ডিজাইন ছাড়া লাল রং এর সামনে বোতাম সহ কার্ডিগান।
১০। স্কুল থেকে প্রদত্ত কাপড়ের ব্যাজ -
ওরনার ওপরে বুকের বাম পাশে লাগাতে হবে। (প্রভাতি)
কামিজ এর হাতে বাম পাশে লাগাতে হবে। (দিবা)

একাদশ ও দ্বাদশ শ্রেণি
১। কামিজ সাদা প্রত্যেক ছাত্রীর নিজ নিজ হাঁটু পর্যন্ত হতে হবে।
২। ড্রেসের হাতের মাপ ৮” (আট ইঞ্চি) হবে অথবা পুরো হাত ।
৩। কোমরে কামিজের রঙের বেল্ট থাকবে, কামিজের দুই পাশের ফাড়া সালোয়ার কুচির নিচে থাকতে হবে।
৪। কামিজের কাঁধে ও কোমরে আকাশি নীল কাপড়ের লুপ থাকবে।
৫। প্রত্যেক ছাত্রীর সাদা ওড়না কোমরে বেল্টে লাগানো থাকবে এবং বেল্টের বাঁদিকে সাদা রুমাল ভাজ করা অবস্থায় থাকবে।
৬। কামিজের গলা পছনে সমান। সামনে সর্বোচ্চ ৫”- গোল।
৭। সাদা ঢিলা পাজামা।
৮। সাদা রং এর তিন কোনা সুতির স্কার্ফ। (যারা হিজাব পরে)
৯। ডিজাইন ছাড়া নীল রং এর বোতাম সহ কার্ডিগান।
১০। স্কুল থেকে প্রদত্ত কাপড়ের ব্যাজ - ওরনার ওপরে বুকের বাম পাশে লাগাতে হবে।

জুতা ও মোজা (প্রথম থেকে দ্বাদশ শ্রেণি)
সাদা কেডস ও সাদা মোজা।
১। প্রত্যেক ছাত্রীকে যথাযথ ইউনিফর্ম পরিধান করে স্কুলে আসতে ছাত্রীকে নিজ নিজ পরিচয়পত্র (আইডিকার্ড) গলায় ঝুলিয়ে প্রদর্শিত অবস্থায় রাখতে হবে।
২। প্রয়োজন হলে কালো ক্লিপ ব্যবহার করতে হবে, বড় চুল হলে অবশ্যই বেনী করতে হবে এবং ব্যান্ড বা সাদা ফিতা ব্যবহার করতে হবে।
৩। চুল রং করা যাবেনা, কোন ছাত্রীর কপালে চুল কাটা অবস্থায় থাকতে পারবেনা।
৪। যারা মাথায় হিজাব ব্যাবহার করবে তারা স্কুল এর সাদা তিন কোনা সুতির স্কার্ফ হিজাব হিসেবে ব্যবহার করবে।
৫। বোরকা পরিধান করতে চাইলে ইউনিফর্মের রং এর বোরকা পরা যাবে। কিন্তু ক্লাস চলাকালিন সময়ে বোরখা পরা যাবেনা।
৬। নাক ফুল পরা যাবেনা, কানে ছোট রিং ছাড়া অন্য কোন গহনা পরা যাবেনা।
৭। নখ ছোট রাখতে হবে নেইল পলিশ, আংটি বা কোন ধরনের গহনা পরা যাবেনা।
৮। হাতে মেহেদি দেয়া যাবেনা, ভ্রু প্লাক করা যাবেনা।