শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ


স্কলারশিপ



ক) মেধা পুরস্কারঃ
▣ প্রতি বছর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ প্রথম তিনজন ছাত্রীকে শ্রেণী ও শাখাভিত্তিক মেধা পুরস্কার প্রদান করা হয় ।

খ) বৃত্তিঃ
▣ এস.এস.সি পরীক্ষায় গোল্ডেন জি.পি.এ-৫ প্রাপ্ত ছাত্রীদের (কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে) প্রতিষ্ঠান কর্তৃক স্বর্ণপদক প্রদান করা হয়।
▣ প্রতি শিক্ষাবর্ষে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় প্রথম স্থান অর্জনকারী ছাত্রীদের রহমত আরা বৃত্তি প্রদান করা হয়।
▣ প্রতি বছর মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের মাঝে জাপানী সংস্থা কর্তৃক E.W.P বৃত্তি প্রদান করা হয়। এস.এস.সি পরীক্ষায় Golden G.PA-5 পেয়ে যারা ভর্তি হয় তাদের জন্য বিনা বেতনে অধ্যয়নের সুযোগ ও বৃত্তির ব্যবস্থা রয়েছে।